
ফরিদপুর জেলার চরভদ্রাসন থানার মৌলভীরচর কাজীডাঙ্গী গ্রামের বাসিন্দা সুমন প্রায় এক বছর আগে এক ভয়াবহ ট্রাক দুর্ঘটনার শিকার হন। দুর্ঘটনায় তার দুই পা অচল হয়ে যায়। হঠাৎ করেই কর্মক্ষমতা হারিয়ে তিনি হয়ে পড়েন সম্পূর্ণ অসহায়। বর্তমানে তার জীবিকা চলে অন্যের সহায়তার ওপর নির্ভর করে।
দুটি ছোট্ট কন্যা সন্তানকে নিয়ে এই অসুস্থ সুমনের জীবন এখন চলছে চরম কষ্টে—কখনো বাজারে ঝাড়ু দিয়ে, আবার কখনো মানুষের দ্বারে দ্বারে হাত পেতে। এমন করুণ অবস্থার কথা কিশোর আলো যুব সংগঠনের কানে আসতেই, সংগঠনের পক্ষ থেকে নিয়মিত তার খোঁজখবর নেওয়া শুরু হয়।
সম্প্রতি কিশোর আলো যুব সংগঠন এর পক্ষ থেকে সহ-সভাপতি সাইফুল ইসলাম সজিব এক মাসের বাজার নিয়ে সুমনের বাড়িতে উপস্থিত হন। চাল, ডাল, আটা, তেল, ডিমসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী প্রদান করা হয় তার পরিবারের জন্য।
এর আগে ও সংগঠনের পক্ষ থেকে সুমনের বাড়িতে গিয়ে তার প্রয়োজনীয় সহায়তা দেওয়া হয়েছিলো। সংগঠনের নেতৃবৃন্দ জানান, “সুমনের মতো অসহায় মানুষের পাশে আমরা সবসময় আছি এবং ভবিষ্যতেও থাকবো ইনশাআল্লাহ।”
কিশোর আলো যুব সংগঠন প্রতিষ্ঠার পর থেকে সমাজের সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষদের পাশে দাঁড়িয়ে আসছে এবং এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে।