, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

চরভদ্রাসনে সরকারী রাস্তার ইট বেচে দিলেন প্রভাবশালী

 

ফরিদপুরের চরভদ্রাসনে সরকারি রাস্তার ইট বেচে দিলেন প্রভাবশালী মেম্বার বশির মোল্লা দুপুরে টলিতে করে ইট নিয়ে যাওয়ার সময় আটক করে এলাকাবাসী।
চরভদ্রাসনের চরহাজীগঞ্জ বাজারের সরকারী রাস্তার ইট বেচে দেয়ার অভিযোগ উঠেছে এক প্রভাবসালী ইউপি সদস্যের বিরুদ্ধে।

বুধবার সকালে সেই ইট তুলে নিয়ে যাওয়ার সময় আটকে দিয়েছে এলাকাবাসী। পরে গাজীরটেক ইউপি সদস্য বশির মোল্লা নিজে নিতেছেন বলে টলি ছারিয়ে নেন।

স্থানীয়রা জানান, হাজীগঞ্জ বাজারে গ্রোথ সেন্টারে একটি সেড নির্মাণ করায় সেখান থেকে বাজারে প্রায় পুরনো রাস্তার ২০ হাজার ইট উত্তোলন করে স্তুপ করে রাখা হয়। দুদিন ধরে এখান থেকে একটি টলি ইট টানছিল।

বুধবার সকালে ইট তুলে টলিতে নিয়ে যাওয়ার সময় বিষয়টি নজরে পড়ে এলাকাবাসীর।

স্থানীয় ব্যবসায়ী লাভলু বলেন, কয়েকদিন যাবত টলিতে করে ইট নিতে ছিল। আমরা টলিকে জিজ্ঞেস করলে তিনি বলেন গাজীরটেক ইউপি সদস্য বশির মোল্লা নিতে বলেছে।

অভিযুক্ত বশির মোল্লার কাছে জনতে চাইলে তিনি বলেন,গাজিরটেকের চেয়ারম্যান ইয়াকুব আলী আমাকে একটি টলি ঠিক করে ২ হাজার ইট পাঠাতে বলেন তাই আমি পাঠাইতেছি।
গাজিরটেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইয়াকুব আলী বলেন,বাজারের মাঝে ইট গুলি খোয়া যাওয়ার সম্ভাবনা আছে বলে ইউনিয়ন পরিষদের সামনে আনার জন্য ইউপি সদস্য বশির মোল্লাকে বলা হয়েছে।

জনপ্রিয়

চরভদ্রাসনে সরকারী রাস্তার ইট বেচে দিলেন প্রভাবশালী

প্রকাশের সময় : ০৯:২৩ পূর্বাহ্ন, বুধবার, ২০ আগস্ট ২০২৫

 

ফরিদপুরের চরভদ্রাসনে সরকারি রাস্তার ইট বেচে দিলেন প্রভাবশালী মেম্বার বশির মোল্লা দুপুরে টলিতে করে ইট নিয়ে যাওয়ার সময় আটক করে এলাকাবাসী।
চরভদ্রাসনের চরহাজীগঞ্জ বাজারের সরকারী রাস্তার ইট বেচে দেয়ার অভিযোগ উঠেছে এক প্রভাবসালী ইউপি সদস্যের বিরুদ্ধে।

বুধবার সকালে সেই ইট তুলে নিয়ে যাওয়ার সময় আটকে দিয়েছে এলাকাবাসী। পরে গাজীরটেক ইউপি সদস্য বশির মোল্লা নিজে নিতেছেন বলে টলি ছারিয়ে নেন।

স্থানীয়রা জানান, হাজীগঞ্জ বাজারে গ্রোথ সেন্টারে একটি সেড নির্মাণ করায় সেখান থেকে বাজারে প্রায় পুরনো রাস্তার ২০ হাজার ইট উত্তোলন করে স্তুপ করে রাখা হয়। দুদিন ধরে এখান থেকে একটি টলি ইট টানছিল।

বুধবার সকালে ইট তুলে টলিতে নিয়ে যাওয়ার সময় বিষয়টি নজরে পড়ে এলাকাবাসীর।

স্থানীয় ব্যবসায়ী লাভলু বলেন, কয়েকদিন যাবত টলিতে করে ইট নিতে ছিল। আমরা টলিকে জিজ্ঞেস করলে তিনি বলেন গাজীরটেক ইউপি সদস্য বশির মোল্লা নিতে বলেছে।

অভিযুক্ত বশির মোল্লার কাছে জনতে চাইলে তিনি বলেন,গাজিরটেকের চেয়ারম্যান ইয়াকুব আলী আমাকে একটি টলি ঠিক করে ২ হাজার ইট পাঠাতে বলেন তাই আমি পাঠাইতেছি।
গাজিরটেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইয়াকুব আলী বলেন,বাজারের মাঝে ইট গুলি খোয়া যাওয়ার সম্ভাবনা আছে বলে ইউনিয়ন পরিষদের সামনে আনার জন্য ইউপি সদস্য বশির মোল্লাকে বলা হয়েছে।