, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

চরভদ্রাসন

 

পদ্মার বুকে জেগে ওঠা মাটির গল্প,
নদীর ঢেউয়ে লেখা জীবনের অক্ষর।
ভাঙন আর গড়নের চিরচেনা লড়াইয়ে
অটল দাঁড়িয়ে চরভদ্রাসন—
সহনশীল মানুষের আপন ঘর।

ভোরের কুয়াশায় ঢেকে যায় মাঠ, ঘাট,
নৌকার দাঁড় টানে স্বপ্নের দিগন্তে।
কিষাণের ঘামে ভিজে ওঠে মাটি,
ফসলের হাসিতে আলো জ্বলে
চরের প্রতিটি প্রান্তে।

শীতের সকালে খেজুরের রস,
গ্রীষ্মে রোদের সাথে যুদ্ধ।
বর্ষায় পদ্মার উচ্ছ্বাসে
ডুবে যায় ভয়, তবু বাঁচে আশা—
এই তো চরভদ্রাসনের সত্য রূপ।

সহজ-সরল মানুষের মুখে হাসি,
দুঃখের মাঝেও হারায় না মন।
প্রকৃতির সাথে সহাবস্থানে
জীবন শেখায় প্রতিদিন
এই চর, এই ভদ্রাসন।

নদী, মানুষ আর অবিরাম সংগ্রামে
গাঁথা এক অমর কাহিনি—
আমার অহংকার, আমার ঠিকানা,
প্রাণের চরভদ্রাসন তুমি।

জনপ্রিয়

চরভদ্রাসন

প্রকাশের সময় : ০৬:২৭ অপরাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬

 

পদ্মার বুকে জেগে ওঠা মাটির গল্প,
নদীর ঢেউয়ে লেখা জীবনের অক্ষর।
ভাঙন আর গড়নের চিরচেনা লড়াইয়ে
অটল দাঁড়িয়ে চরভদ্রাসন—
সহনশীল মানুষের আপন ঘর।

ভোরের কুয়াশায় ঢেকে যায় মাঠ, ঘাট,
নৌকার দাঁড় টানে স্বপ্নের দিগন্তে।
কিষাণের ঘামে ভিজে ওঠে মাটি,
ফসলের হাসিতে আলো জ্বলে
চরের প্রতিটি প্রান্তে।

শীতের সকালে খেজুরের রস,
গ্রীষ্মে রোদের সাথে যুদ্ধ।
বর্ষায় পদ্মার উচ্ছ্বাসে
ডুবে যায় ভয়, তবু বাঁচে আশা—
এই তো চরভদ্রাসনের সত্য রূপ।

সহজ-সরল মানুষের মুখে হাসি,
দুঃখের মাঝেও হারায় না মন।
প্রকৃতির সাথে সহাবস্থানে
জীবন শেখায় প্রতিদিন
এই চর, এই ভদ্রাসন।

নদী, মানুষ আর অবিরাম সংগ্রামে
গাঁথা এক অমর কাহিনি—
আমার অহংকার, আমার ঠিকানা,
প্রাণের চরভদ্রাসন তুমি।