, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

শীতের চরভদ্রাসন

 

 

চরভদ্রাসনের চরে নামে শীতের ডাক,
কুয়াশার চাদরে ঢাকে নদী, মাঠ আর পাক।
ভোরের হিমেল হাওয়ায় কাঁপে খড়ের ঘর,
নীরব রাতে দীর্ঘ হয় ক্ষুধার প্রহর।
ছেঁড়া কাঁথা জড়িয়ে বৃদ্ধ বসে দ্বারে,
শিশুর চোখে ঘুম নেই, শীত জাগে তারে।
মায়ের বুক ভরা দুশ্চিন্তার ভার,
আগুনের খোঁজে ঘুরে বেড়ায় সংসার।
নদীর চরে নৌকার পাশে শ্রমিকের দল,
কঠিন শীতে জমে যায় জীবনের জল।
হাত দুটো ফেটে যায়, তবু থামে না কাজ,
পেটের তাগিদে লড়ে যায় আজ।
হে মানবতা, শোনো শীতার্ত ডাক,
একটু উষ্ণতা দাও, একটু সহানুভূতির ছাঁক।
চরভদ্রাসনের শীতে জ্বলুক আশার আলো,
ভালোবাসার স্পর্শে হোক কষ্টগুলো ভালো।

জনপ্রিয়

শীতের চরভদ্রাসন

প্রকাশের সময় : ০৬:১৫ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫

 

 

চরভদ্রাসনের চরে নামে শীতের ডাক,
কুয়াশার চাদরে ঢাকে নদী, মাঠ আর পাক।
ভোরের হিমেল হাওয়ায় কাঁপে খড়ের ঘর,
নীরব রাতে দীর্ঘ হয় ক্ষুধার প্রহর।
ছেঁড়া কাঁথা জড়িয়ে বৃদ্ধ বসে দ্বারে,
শিশুর চোখে ঘুম নেই, শীত জাগে তারে।
মায়ের বুক ভরা দুশ্চিন্তার ভার,
আগুনের খোঁজে ঘুরে বেড়ায় সংসার।
নদীর চরে নৌকার পাশে শ্রমিকের দল,
কঠিন শীতে জমে যায় জীবনের জল।
হাত দুটো ফেটে যায়, তবু থামে না কাজ,
পেটের তাগিদে লড়ে যায় আজ।
হে মানবতা, শোনো শীতার্ত ডাক,
একটু উষ্ণতা দাও, একটু সহানুভূতির ছাঁক।
চরভদ্রাসনের শীতে জ্বলুক আশার আলো,
ভালোবাসার স্পর্শে হোক কষ্টগুলো ভালো।