প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১৬, ২০২৫, ৯:১৬ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৪, ২০২৫, ৬:১০ পি.এম
চরভদ্রাসন পদ্মা নদীতে অভিযান: ১৮ হাজার মিটার কারেন্ট জাল এবং ১৯ কেজি ইলিশ মাছ জব্দ
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার পদ্মা নদীতে মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৫ এর অংশ হিসেবে মঙ্গলবার (১৪ অক্টোবর) দিনব্যাপী অভিযান পরিচালনা করা হয়।
অভিযানটি ভোর ৪টা থেকে সন্ধ্যা ৭ পর্যন্ত চলে।
অভিযানে আনুমানিক ১৮ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল আটক করে পুড়িয়ে বিনষ্ট করা হয়। এছাড়া ১৯ কেজি ইলিশ মাছ জব্দ করে স্থানীয় মাদ্রাসায় বিতরণ করা হয়।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মা ইলিশ সংরক্ষণ অভিযান আগামী ২৫ অক্টোবর ২০২৫ পর্যন্ত অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক: সাজ্জাদ হোসেন, বার্তা ও সম্পাদকীয় বিভাগ: +৮৮ ০১৭৬০-২৪৪৮৮৮
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কালের বার্তা