প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১৬, ২০২৫, ১:১৮ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৩, ২০২৫, ৬:২১ পি.এম
মা ইলিশ রক্ষা অভিযান: চরভদ্রাসন পদ্মায় ২০ হাজার মিটার জাল জব্দ
মা ইলিশ রক্ষায় সরকার ঘোষিত নিষেধাজ্ঞা কার্যকর করতে চরভদ্রাসন উপজেলার পদ্মা নদীতে কঠোর অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর। সোমবার (১৩ অক্টোবর) সকাল থেকে বিকেল পর্যন্ত পরিচালিত এই অভিযানে নিষিদ্ধ জাল জব্দ করা হয়।
জানা গেছে, উপজেলায় অভিযান চালিয়ে মোট ২০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে।
চরভদ্রাসন উপজেলা মৎস্য কর্মকর্তা নাইম হোসেন বিপ্লব বলেন, ‘৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ইলিশের প্রজনন মৌসুম হওয়ায় সরকারিভাবে নিষেধাজ্ঞা চলছে। নিষেধাজ্ঞার এই সময়ে ইলিশ ধরা, পরিবহন করা ও বিক্রি করা দণ্ডনীয় অপরাধ। নিষেধাজ্ঞা বাস্তবায়নে উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর অভিযান চালাচ্ছে।’
তিনি আরও বলেন, সকাল থেকে বিকেল পর্যন্ত
উপজেলার পদ্মা নদীতে মোবাইল কোর্ট পরিচালিত হয় । এ সময় ২০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। কারেন্ট জালগুলো পুড়িয়ে ফেলা হয়।
সম্পাদক ও প্রকাশক: সাজ্জাদ হোসেন, বার্তা ও সম্পাদকীয় বিভাগ: +৮৮ ০১৭৬০-২৪৪৮৮৮
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কালের বার্তা