
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার চরহাজীগঞ্জ হাই স্কুল বাজার মাঠে চরহাজিগঞ্জ সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে আয়োজিত জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্টে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩রা সেপ্টেম্বর) হাজীগঞ্জ বাজার হাই স্কুল মাঠে বিকেল ৩টায় শুরু হওয়া ফাইনালে মুখোমুখি হাজিগঞ্জ যুব সংঘ ও বেপারী ডাংগী একাদশ খেলায় হাজীগঞ্জ যুব সংঘ বেপারী ডাংগী একাদশকে ৪-৫ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
জুলাই শহীদদের স্মরণে এই খেলায় ৮টি দল অংশগ্রহণ করে। নক আউট পদ্ধতিতে এই খেলা অনুষ্ঠিত হয়। সেমিফাইনালে অংশগ্রহণ করে দুটি দল ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চরভদ্রাসন উপজেলা নির্বাহী অফিসার মনিরা খাতুন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চরভদ্রাসন থানার ওসি রোজিউল্লাহ খান, ৪নং গাজীরটেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ইয়াকুব আলী,চরহাজিগঞ্জ হাট বাজার সমবায় সমিতি লিঃ সভাপতি কবিরুল আলম, বিশিষ্ট ব্যবসায়ী ও দানবীর মোস্তফা কবির,ফরিদপুর পৌরসভার অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সৈয়দ আশরাফ, গাজিরটেক ইউনিয়ন বি,এন,পির সভাপতি মোঃ আলী প্রামানিক,উপজেলা বিএনপি’র সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য জাহাঙ্গীর বেপারী, আমিরুল হক বাচ্চু সহ আরো অনেকে।
উক্ত অনুষ্ঠানে সভাপতি করেন। ফরিদপুরের অন্যতম ক্রীড়াবিদ ক্রিয়া সংগঠক মোঃ সোবাহান প্রামাণিক।
পূর্ব ঘোষণা অনুযায়ী চ্যাম্পিয়ন দলকে চ্যাম্পিয়ন ট্রফি ও রানার্স আপ গ্রুপেকে রানার্স আপ ট্রফি প্রদান করা হয়। এ সময় মাঠে হাজার হাজার দর্শক খেলাটি উপভোগ করেন।

ফরিদপুর জেলা প্রতিনিধি- 









