
মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য—এই স্লোগানকে হৃদয়ে ধারণ করে কাজ করছে কিশোর আলো যুব সংগঠন। সমাজের প্রতিটি প্রান্তে ছড়িয়ে থাকা অসহায়, দুঃখী আর বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোই এই সংগঠনের মূল লক্ষ্য। এরই অংশ হিসেবে এবার ফরিদপুর জেলার চরভদ্রাসন থানার জাকেরের সুরা এলাকায় বসবাসরত এক অসহায় মহিলার পাশে দাঁড়ালো সংগঠনের কর্মীরা।
মহিলা টি প্রায় পাঁচ বছর আগে স্বামী হারিয়েছেন। অকালেই স্বামী হারানোর পর থেকে জীবনের সাথে এক প্রকার যুদ্ধ করেই দিন কাটাচ্ছেন তিনি। সংসারে রয়েছে একমাত্র মেয়ে সন্তান। অন্যের বাড়িতে গৃহকর্মী হিসেবে কাজ করেই কোনোমতে সংসার চালাচ্ছেন। প্রতিটি দিন তার জীবনে নতুন সংগ্রাম, নতুন লড়াই। তবুও হাল ছাড়েননি তিনি।
তার এই অসহায় জীবনের খবর কানে আসে কিশোর আলো যুব সংগঠনের। খবর পেয়ে সংগঠনের পক্ষ থেকে ওই মহিলার বাড়িতে উপস্থিত হন। সঙ্গে নিয়ে যান এক মাসের নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী। এর মধ্যে ছিলো—
✅ এক বস্তা চাল
✅ এক কেজি ডাল
✅ এক কেজি আটা
✅ এক কেজি তেল
✅ এক খাচি ডিম
✅ এবং আরও প্রয়োজনীয় খাদ্য সামগ্রী
খাদ্যসামগ্রী হাতে পেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন ওই অসহায় মহিলা। তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বলেন, “আজ সত্যিই মনে হচ্ছে আমি একা নই। আমার কষ্ট কেউ দেখছে, কেউ বুঝছে।”
এ প্রসঙ্গে কিশোর আলো যুব সংগঠনের সভাপতি নাইফ আদনান বলেন—
👉 “আমরা কিশোর আলো যুব সংগঠন সবসময় চেষ্টা করি সমাজের প্রতিটি প্রান্তে ছড়িয়ে থাকা অসহায় মানুষদের খুঁজে বের করে সাহায্য করতে। কারো খবর পেলে আমরা দেরি না করে তার দ্বারে দ্বারে পৌঁছে যাই। সমাজের প্রত্যেকটা অসহায় মানুষই আমাদের আপন। আমরা চাই, কেউ যেন অনাহারে বা অভাবে কষ্ট না পায়। আপনারা যদি আশেপাশে কোনো অসহায় মানুষকে জানেন, দয়া করে আমাদের খবর দিন। ইনশাআল্লাহ আমরা আমাদের টিম নিয়ে পৌঁছে যাবো।”
✨ কিশোর আলো যুব সংগঠন এর অঙ্গীকার—
“মানবতার পথে, অসহায় মানুষের পাশে।”
সংগঠনটি সবসময় সমাজের সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করে এসেছে এবং ভবিষ্যতেও অব্যাহত রাখবে ইনশাআল্লাহ।