
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় ২০১৩ সাল হইতে ২০১৯ সাল পূর্ব পর্যন্ত সাত বছরের রেজিস্ট্রি কার্য সম্পাদন কৃত ২৫৬ টি দলিল বুধবার বিকেল সাড়ে তিন ঘটিকায় চরভদ্রাসন সাব রেজিস্ট্রি অফিস এর সম্মুখে উন্মুক্ত স্থানে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
জানা যায় ২০১৩ সাল হইতে ২০১৯ সালের পূর্ব সময় পর্যন্ত চরভদ্রাসন সাব রেজিস্ট্রি অফিসে রেজিস্ট্রি কার্য সম্পাদন কৃত দলিল গ্রাহক গণ না নেওয়া অফিসে সংরক্ষণ এর পর্যাপ্ত পরিমাণ জায়গা ও নিরাপত্তার ঝুঁকির কারণে উপজেলা সাব-রেজিস্ট্রার দীপা রানী নন্দী বারবার জনসাধারণকে নিজ দলিল বুঝে নেওয়ার জন্য ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ,মেম্বার ও বিশিষ্টজনদের মাধ্যমে অবহিত করেন এবং মাইকিং করে জানানোর পরও যারা তাদের দলিল নিচ্ছে না এরকম ২৫৬ টি দলিল ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশক্রমে সারা বাংলাদেশের ন্যায় চরভদ্রাসনে ও দলিল গুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয় । এসময় আরো উপস্থিত ছিলেন গৌতম চন্দ্র সাহা সহকারী সাব রেজিস্টার, অনিতা রানী বিশ্বাস মহরার, আব্দুল মান্নান মহরার সহ চরভদ্রাসন সাব-রেজিস্ট্রি অফিসের কর্মচারীবৃন্দ ও চরভদ্রাসন দলিল লেখক ভেন্ডার ও তার সহকারীরা এসময় উপস্থিত ছিলেন।