
ফরিদপুরের সদরপুর উপজেলার আকোটেরচর এলাকায় মোটর সাইকেলের ধাক্কায় আলিমদ্দিন মোল্লা (৮০) নামের এক বৃদ্ধ নিহত হন।
সদরপুর উপজেলায় আকোটেরচরের মন্ডল ডাঙ্গী রহমান ষ্টোরের সামনে সড়কের উপর মোটরসাইকেল ধাক্কায় ৮০ বছরের বৃদ্ধ নিহতের ঘটনা ঘটে। তিনি ওই এলাকার বাসিন্দা। চালকের বাড়ি চরভদ্রাসন তিনি একটি জাতীয় দৈনিকের সাংবাদিক।
সদরপুর থানা পুলিশ ও স্থানীয় সুত্রে জানাগেছে, রাস্তার পাশে ঘাঁস কাটার সময় মোটর সাইকেলের ধাক্কায় আলিমদ্দিন মোল্লা মারাত্মক আহত হন। স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মোটর সাইকেলটি একটি জাতীয় দৈনিক পত্রিকার চরভদ্রাসন উপজেলা প্রতিনিধির, তার নাম আব্দুস সবুর কাজল উরফে গামছা কাজল ।
তিনি পিয়াজখালী বাজার থেকে চরভদ্রাসন ফেরার পথে দুর্ঘটনাটি ঘটান।
এ ব্যাপারে, অভিযুক্ত মোটরসাইকেল চালক কাজল বলেন, উনি একজন বয়স্ক মানুষ। কানে কম শুনতেন আমার সাইকেলের হর্ন শুনতে পাননি বলে আমার মনে হয়। এ ঘটনায় আমিও আহত হয়েছি। বিষয়টি একটা দুর্ঘটনায়। নিজের কাছে খুব খারাপ লাগছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকদেব রায় বলেন, কাজল নামের এক ব্যক্তির মোটর সাইকেলের ধাক্কায় ওই বৃদ্ধ আহত হন। পরে চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পরে তিনি মারা যান। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধিন।
সদরপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় চালক কাজল নিজেও আহত হয়েছেন বলে তিনি জানিয়েছেন। উল্লেখ্য, এই বিষয় আকোটের চর এলাকার মোঃ রহিম,আহম্মেদ,আদেল বলেন নিহত বৃদ্ধ গরুর জন্য ঘাঁস নিয়ে আসতে ছিলেন,এসময় মোটরসাইকেল চালক কাজল হর্ন বাজালেও নিহত বৃদ্ধ কানে কম শুনেন বিধায় এ হতাহতের ঘটনা ঘটে। কেউ কেউ বলছেন চালকের দোষ নয় তবে কানে না শোনায় এই বিপওি ঘটে।