মাছ ব্যাবসায়ী সামচু ব্যাপারী জানায়, মঙ্গলবার পদ্মার ওপাড়ে মৈনুট ঘাটে ফকির মৃধার মাছের আড়ত থেকে পনেরো হাজার টাকা দিয়ে তিনি মাছটি কিনে আনেন। সকালে চরভদ্রাসন সদর বাজারে মাছটি এনে পঁচিশ হাজার টাকা দাম হাকান তিনি। পরে কয়েকজন ক্রেতার নিকট ভাগা করে বিশ হাজার টাকায় মাছটি বিক্রি করেছেন এই ব্যবসায়ী।
নদীতে জেলের জালে বড় বড় মাছ ধরা পরার বিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা নাঈম হোসেন বিপ্লবইনকিলাবকে বলেন, এই মৌসুমে মাঝে মধ্যেই নদীতে জেলের জালে বড় সাইজের মাছ ধরা পরার খবর পাওয়া যাচ্ছে। পদ্মা নদীতে মৎস্য দপ্তরের অভিযান বৃদ্ধি পাওয়ায় বিভিন্ন প্রজাতির মাছ বড় হওয়ার সুযোগ পাচ্ছে। বর্তমান সময়ে অনেক মাছের পেটে ডিম রয়েছে তাই মৎস্যজীবিরা নিষিদ্ধ জাল ব্যাবহার না করে সতর্কতার সাথে মাছ শিকার করলে ভবিষ্যতে আরও বড় বড় মাছের দেখা মিলবে মলে মনে করেন এই মৎস্য কর্মকর্তা।
সম্পাদক ও প্রকাশক: সাজ্জাদ হোসেন, বার্তা ও সম্পাদকীয় বিভাগ: +৮৮ ০১৭৬০-২৪৪৮৮৮