
চ্যানেল এ ওয়ানে সংবাদ প্রকাশের পর ফরিদপুরের সদরপুর উপজেলার আকোটেরচর ইউনিয়নের গনি বেপারীর ডাঙ্গী গ্রামে ব্রীজের দুইপাশে সংযোগ সড়কের কাজ শুরু হয়েছে।আগামী মাসের মধ্যে কাজটি শেষ হবে। তাতে স্থানীয় বাসিন্দাদের ভোগান্তি আর থাকবে না। অনায়াসে ব্রীজের উপর দিয়ে যাতায়াত করতে পারবেন তারা।
জানা যায়, গত ৩ বছরে আগে ইসতিয়াক আরিফ নামের একজন ঠিকাদার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে ম্যানেজ করে পুরো বিল উত্তোলন করে কাজ অসম্পূর্ণ রেখেই চলে গেছেন।
কোটি টাকা ব্যায়ে নির্মিত এই ব্রিজটি কোন উপকারেই আসতো না পার্শ্ববর্তী গ্রামের সাধারণ জনগনের। এদিকে বর্ষা মৌসুমে স্থানীয়দের দূর্ভোগের সীমা থাকতা না যাতায়াতে। স্থানীয়রা জানান
স্থানীয় এলাকাবাসী বলেন শুধুমাত্র সংযোগ রাস্তা নির্মাণ না হওয়ার কারণে এতদিন ধরে সেতুটি দিয়ে মানুষ কিংবা যানবাহন চলাচল করতে পারত না।
গনি বেপারীর ডাঙ্গী গ্রামে একটি ব্রিজের দুইপাশে ছিলো না কোন সংযোগ সড়ক। তিন মাস আগে চ্যালেন এ অনে
সদরপুরে আকোটের চর ইউনিয়নে সেতু নির্মাণের ৩ বছরেও হয়নি সংযোগ সড়ক, ভোগান্তিতে এলাকাবাসী’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। এরপরেই ব্রীজের সংযোগ সড়কের বিষয়ে নড়েচড়ে বসে উপজেলা প্রশাসন। বর্তমান কাজ চলমান রয়েছে।
স্থানীয়রা বলেন, কয়েক বছর ধরে ব্রীজের উপর দিয়ে চলাচলের কোন ব্যবস্থা ছিলো না। দেখারও কেউ ছিলো না। চ্যানেল ওয়ানের সাংবাদিক সাজ্জাদ হোসেন সাজু নিউজ করার পর বর্তমানে কাজ শুরু হয়েছে। আমরা এলাকাবাসীর পক্ষ থেকে চ্যানেল এ ওয়ান কে ও তাদের সংবাদ কর্মীকে ধন্যবাদ জানাই।