
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা প্রশাসনের উদ্যোগে সোমবার নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষ ১৪৩২ বরণ করে নেওয়া হয়েছে। এ উপলক্ষ্যে সকাল ৮টায় উপজেলা পরিষদ চত্তর থেকে এক বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলা বাজার চত্তর সহ প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিন করেন।
উপজেলা নির্বাহী অফিসার মনিরা খাতুন, সহকারী কমিশনার (ভুমি) নিশাত ফারাবী, চরভদ্রাসন থানার অফিসার ইনচার্জ মোঃ রোজিউল্লাহ খান এ শোভাযাত্রায় অংশ নেন। এছাড়া উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, স্থানীয় বিএনপি ও অংগ সংগঠন দল, জমামায়াতী ইসলামীর নেতৃবৃন্দ সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ ও স্কুল-কলেজের শিক্ষক শিক্ষার্থীগণ এ আনন্দ শোভা যাত্রায় অংশ নেন। দেশে ফ্যাসিবাদ নিপাত করা সহ অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার চেতনায় ঐক্যের প্রতীক হিসেবে শোভাযাত্রাটি বের করা হয় বলে জানা যায়।
এ আনন্দ শোভাযাত্রা শেষে উপজেলা মাল্টিপারপাস সম্মেলন কক্ষে এক মনোজ্ঞ সাংস্কৃতি অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বাংলা সংস্কৃতির বিভিন্ন গান, কবিতা ও নাটক উপস্থাপন করা হয়। একই সাথে উপজেলা পরিষদ চত্তরের সামনে উপস্থিত জনতার মধ্যে পান্তা ভাত ও দেশীয় প্রজাতীর মাছ ভাজা পরিবেশন করা।