
-
ফরিদপুরের চরভদ্রাসনের চরহরিরামপুর ইউনিয়নের দুর্গম চরে ভূমিদস্যুদের বিরুদ্ধে সচেতনামূলক সতর্কবার্তা দিলেন, আজমির হোসেন অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল ও চরভদ্রাসন থানার অফিসার্স ইনচার্জ রজিউল্লাহ খান। শনিবার ১২ই এপ্রিল দুর্গম চর হরিরামপুর ইউনিয়নে, সন্ধ্যা ৭ টায় মাসুদ খার হাট হাই স্কুল মাঠে, আজমির হোসেন ও রজিউল্লাহ খান, খেটে খাওয়া মানুষের সাথে আইনশৃঙ্খলা উন্নয়ন সভা ও ভূমিদস্যুদের বিরুদ্ধে জনসাধারণের উদ্দেশ্য পুলিশি সচেতনামূলক সতর্কবার্তা প্রদান করেন।
ভূমিদস্যু ও চুরি, ডাকাতি, মাদক, রোধকল্পে, জিরো টলারেন্স ঘোষণা করেন, খেটে খাওয়া অসহায় মানুষের শস্য জোরপূর্বক কাটা যাবে না, জোর করে কারো জায়গা জমি দখল করা যাবে না, একজনের ক্ষেতের ভুট্টা, শস্য কাটা যাবে না, এছাড়া মাদকের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দেন।
জনসাধারণের উদ্দেশ্যে রজিউল্লাহ খান বলেন, এখন ভুট্টা কাটার মৌসুম চলছে, এরই আলোকে কোন মারামারি হানাহানি যেন না হয়, অনেকে কাটতেছেন অনেকেই কাটবেন, ইতিমধ্যে এই ভুট্টা কাটা নিয়ে অনেক অভিযোগ থানায় চলে আসছে। এই ভুট্টা কাটাকে নিয়ে আমরা যাতে তৎপর হতে পারি, সমস্যা যাতে গভীর না হয়, পাশাপাশি, এমন অভিযোগ পেয়েছি, ভূমিদস্যু যারা, তার একজনের ভুট্টা জোর করে কেটে নিয়ে যাওয়ার চেষ্টা করিতেছে, তিনি আন্তরিকভাবে সকলের সহযোগিতা কামনা করেন,
জনসাধারণের উদ্দেশ্যে আজমির হোসেনের বলেন, চুরি সন্ত্রাস মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে, আমাদের মূল কাজ হচ্ছে আপনারা যাতে ভাল থাকেন, অন্যায় ভাবে আপনাদের জমি যাতে কেউ দখল করে নিতে না পারে, আপনাদের মূল্যবান সম্পদ যাতে রাতের আধারে কেউ চুরি করে নিয়ে যেতে না পারে, এছাড়া, রেজিস্ট্রেশন বিহীন মোটরসাইকেল, অতি দ্রুত সময়ের মধ্যে যাতে রেজিস্ট্রেশন করা হয়, সেদিকে পরামর্শ দেন, কেননা আইন সকলের জন্য সমান, চরের জমি বেদখল হয়ে যায়, জনসাধারণের জন্য ক্লিয়ার মেসেজ দিলেন সদর সার্কেল এসপি, কোন মারামারি হানানি কাটাকাটি চলবে না।
পরিশেষে বলেন তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করুন। উক্ত সভায় উপস্থিত ছিল একদল চৌকস পুলিশ, চরভদ্রাসন থানার সেকেন্ড অফিসার রফিকুজ্জামান, এস.আই ওয়াছেক, এ.এস.আই সজিব, কনস্টেবল দেলোয়ার, কনস্টেবল আনোয়ার। কনস্টেবল রুবেল, গ্রাম পুলিশ, উপস্থিত সভায় কিছু সংক্ষিপ্ত বক্তব্য রাখেন ইউপি সদস্যগন, এ সময় সচেতনামূলক কিছু কথা বলেন ইউপি প্যানেল চেয়ারম্যান বিল্লাল, সভায় উপস্থিত ছিলেন শত শত খেটে খাওয়া গরিব দুঃখী মেহনতি মানুষ।